Friday, 13 April 2018

কাল নাকি মাস পয়লা

কাল নাকি মাস পয়লা কি আর চাইব তোমার কাছে
সেদিন যে বাঘ মরলো সে ও শুনছি বিচার পাবে
কবে যেন হরিণ গেল , তার দোষির কি শাস্তি হোলো
খবর আসে শাস্তি হবে, সবাই নাকি বিচার পাবে
এভাবেই কি মানুষ নামক প্রাণী গুলো আবার তারা মানুষ হবে
সেদিন যে শিশুটি ভূস্বর্গে স্বর্গে গেল ,
সে ও কি স্বর্গে গিয়ে ন্যায় সভা দেখে খুশি হলো
তার ও কি বিচার চাই ,শাস্তি দেখে সে খুশি হবে
এভাবেই কি মানুষ নামক প্রাণী গুলো আবার তারা মানুষ হবে
কাল নাকি মাস পয়লা কি আর চাইব তোমার কাছে
আমিও আছি ,তুমিও আছো ,পশু আছে ,প্রাণী আছে
আর একটা বছর আর ও আছে